বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতি সিলেট বিভাগের কমিটি গঠিত
সিলেট
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৪, ১০:১৯ অপরাহ্ণবৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতি সিলেট বিভাগের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গোলাপগঞ্জের আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মিজানুর রহমান ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামাল উদ্দিন ভূঁইয়া ও প্রফেসর ডা. আবু ইউসুফ ভূঁইয়া।
নবগঠিত কমিটির সভাপতি প্রফেসর ডা. মো. আবেদ হোসেন, সিনিয়র সহ সভাপতি প্রফেসর কাজী আতাউর রহমান, সহ সভাপতি মো. মহসিন ভূঁইয়া, প্রফেসর ড. এম এম মাহবুব আলম, প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর বেপারী, প্রকৌশলী আব্দুস সোবহান ও আব্দুল হালিম মোল্লা, সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. সাজিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. জহিরুল ইসলাম, শ্যামল কুমার সাহা ও মো. শাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন (কুমিল্লা), মোহাম্মদ কবির আহমদ (ব্রাক্ষণবাড়িয়া) ও শাহ মো. ফজলে আজিম পাটোয়ারি (চাঁদপুর, অর্থ সম্পাদক মো. আজিজুল ইসলাম, সহ অর্থ সম্পাদক মো. নুরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কে এম আলমগীর হোসাইন, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. জাকির হোসেন মুন্সী, দপ্তর সম্পাদক একেএম মোজাম্মেল হক আজাদ, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক প্রকৌশলী আবুল হাসনাত, সহ প্রচার সম্পাদক মো. খাইরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ইয়াছিন আহমদ সুমন, সহ ক্রীড়া সম্পাদক মো. লোকমান হোসেন গাজী, সমাজ কল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম, সহ সমাজ কল্যাণ সম্পাদক মো. আবু তাহের পাটোয়ারী।
এছাড়া কার্যকরি কমিটির সদস্যরা হলেন, প্রফেসর ড. মোজাম্মেল হক, প্রফেসর ড. মোহাম্মদ রাকিব উদ্দিন, এডভোকেট মো. ইব্রাহীম, প্রকৌশলী মো. আব্দুল হক মিয়াজী, মো. শাহ আলম, আকলিমা চৌধুরী, মো. সিরাজুল ইসলাম, মাজহারুল ইসলাম বাবুল, মোহাম্মদ সেলিম মজুমদার, মোহাম্মদ নেয়ামত উল্লাহ, মো. আলী ওমর, গোলাম মোস্তফা, মোহাম্মদ মোস্তাক আহম্মদ, মো. জাকির হোসেন ও মো. আমির হোসেন খান।