বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে, হতাহত অনেক
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৪, ১:২৮ পূর্বাহ্ণরাজধানীর বেইলি রোডে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে প্রাথমিকভাবে ৪৩ জন নিহতের খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভবনে আটকে পড়াদের মধ্যে ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। এছাড়াও ভবনের ছাদে আশ্রয় নিয়েছেন আরও অনেকে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আজ রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ৮টি ইউনিট এবং পরে আরও চারটি ইউনিটসহ মোট ১২টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।