সংরক্ষিত নারী আসনে রুমাসহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সবাই
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ণদ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সিলেটের রুমা চক্রবর্তীসহ ৫০ প্রার্থীর সবাইকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত রোববার নির্দিষ্ট সময় পর্যন্ত কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
আজ মঙ্গলবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ হবে। সংরক্ষিত নারী আসনে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা (যুগ্ম সচিব) মনিরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দ্বাদশ সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জোটগতভাবে আওয়ামী লীগের ৪৮টি এবং জাতীয় পার্টির দুটি মনোনয়নপত্র পাই। ২৫ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময় ছিল। যেহেতু কেউ তা করেননি, সেহেতু নির্বাচনী আইনের ১২ ধারা অনুযায়ী সব প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
সাধারণ নির্বাচনে রাজনৈতিক দল বা জোটগুলোর পাওয়া আসনের বিপরীতে সংখ্যানুপাতে সংরক্ষিত নারী আসন ভাগ করা হয়।