বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ‘আমাদের অতীত ঐতিহ্য ও গৌরবের স্মারক বহন করছে’
স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২১ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট এর ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কার্যকরী কমিটির সকল সদস্য ও শহরে বসবাসরত বিভিন্ন পেশার শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সভাপতি ও সিলেটের প্রাক্তন সিভিল সার্জন ডা. এম. ফয়েজ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জোবায়ের আহমদ খান এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা লোকমান আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, শেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ শামছ উদ্দিন খান, যুক্তরাষ্ট্র প্রবাসী আজিমুর রহমান বুরহান, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সিইও মো. সাব উদ্দিন।
সভায় বক্তারা বলেন, সিলেটে আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে বিয়ানীবাজার সমিতি অতি প্রাচীন। বর্তমানে এ সংগঠন ৬০ বছরে পদার্পণ করেছে। যা আমাদের অতীত ঐতিহ্য ও গৌরবের স্মারক বহন করছে। বক্তারা শিগগির সিলেট শহরে সমিতির নিজস্ব ভবন নির্মাণের ওপর জোর দেন এবং সবাইকে সম্পৃক্ত করে সংগঠনকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।
সভার প্রথম অধিবেশনে সাধারণ সম্পাদকের রিপোর্ট ও আর্থিক প্রতিবেদনের উপর বক্তব্য রাখেন সিলেট এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শামছ উদ্দিন, সিলেট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির উদ্দিন খান, যুক্তরাজ্য প্রবাসী খলিলুর রহমান, ব্যবসায়ী ফয়েজ উদ্দিন লোদী, শহিদুল হাসান, ইসমত ইবনে ইসহাক সানজিদ, আহমদ দারা প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া লিমিটেড এর প্রথম ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল আলম, জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুদ দাইয়ান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক কবির আহমদ সিদ্দিকি, প্রচার সম্পাদক সোলেমান আহমদ, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, সিটি কাউন্সিলর ফজলে রাব্বি চৌধুরী মাসুম, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক হানিফ আহমদ, এডভোকেট আহমদ রেজা, দপ্তর সম্পাদক মো. রাজ্জাকুজ্জামান চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, সাবেক ছাত্রনেতা আহমদ হোসেন খান প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন লোকমান আহমদ, দুইজন কমিশনার ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের সাবেক সচিব কবির আহমদ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মস্তাবুর রহমান।
নির্বাচনে একটি প্যানেল হওয়ায় নির্বাচন কমিশনার অধ্যাপক মস্তাবুর রহমান ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।