বিয়ানীবাজারে নির্বাচন পরবর্তী আ’লীগের মতবিনিময় : ‘গণতন্ত্র ও সুন্দরের জয় হয়েছে’

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৪, ৭:২৪ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ ও দলের তৃণমল পর্যায়ের দায়িত্বশীল নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাচন পরবর্তী আয়োজিত এ মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা এ নির্বাচনে গণতন্ত্র ও সুন্দরের জয় হয়েছে বলে মন্তব্য করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নাহিদ এমপি বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করায় দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়িদের ধন্যবাদ জানান। সকল প্রতিকূলতা ডিঙিয়ে তাঁর ওপর বিশ্বাস রাখায় আপ্লুত হন এমপি নাহিদ।
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ আরো বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার অসমাপ্ত আর্থ-সামাজিক উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে যাবে। এজন্য তিনি দলীয় নেতাকর্মীদের সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রধান বক্তা এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, বিগত নির্বাচনে আওয়ামী লীগ ও নৌকার বিরুদ্ধে সকল প্রপাগান্ডার দাঁতভাঙ্গা জবাব দেয়া হয়েছে ভোটের মাধ্যমে। এ অর্জনের পেছনে দলের উপজেলা, তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের অবদান রয়েছে। এজন্য নাসির খান জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এডভোকেট নাসির উদ্দিন খান গত সংসদ নির্বাচনের মতো আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও একজন যোগ্য প্রার্থীকে চেয়ারম্যান পদে বিজয়ী করার আহ্বান জানান।