নুরুল ইসলাম নাহিদ এমপি’কে বিমানবন্দরে এডভোকেট নাসির খানের অভ্যর্থনা
সিলেট
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৪, ৬:৫৮ অপরাহ্ণসিলেট: সিলেট-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নাহিদ চারদিনের সফরে সিলেট এসে পৌঁছেছেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।
এ সময় বিমানবন্দরে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি’কে জনপ্রতিনিধি, সিলেট জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ এবং গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানান।
নবনির্বাচিত এমপি নুরুল ইসলাম নাহিদকে অভ্যর্থনা জানাতে ওসমানী বিমানবন্দরে উপস্থিত ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সুয়েব, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, সিলেট জেলা পরিষদের সদস্য খসরুল হক, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন, সিলেট জেলা কৃষকলীগ নেতা আলহাজ তেরাব আলী, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. আব্দুস শুকুর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীম উদ্দিন বাবলুসহ আওয়ামী পরিবারের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম নাহিদ বিপুল ভোটের ব্যবধানে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি শপথ নিয়ে আজ প্রথম নির্বাচনী এলাকায় আসেন। এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।