বালিঙ্গা মাদ্রাসার ১০০ তম বার্ষিক ওয়াজ শনিবার, বয়ান করবেন আওলাদে রাসুল মাওদুদ মাদানী ভারত
স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৪, ৬:৫৭ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: বিয়ানীবাজারে ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া বাহরুল উলূম দারুল হাদীস বালিঙ্গা মাদ্রাসার ১০০ তম বার্ষিক ওয়াজ মাহফিল আগামী শনিবার। ঐদিন সকাল ১০টায় হতে পরদিন বাদ ফজর পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গণে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে
মাহফিলের প্রধান আকর্ষণ আওলাদে রাসুল (সাঃ) আল্লামা সায়্যিদ মাওদুদ মাদানী সাহেব (ভারত)। তিনি বাদ জোহর বয়ান পেশ করবে।
এছাড়া ওয়াজ মাহফিলে বয়ান পেশ করবেন শায়খুল হাদীস মুফতি নুরুল হক (শাইখে জকিগঞ্জী), শায়খুল হাদিস আল্লামা মুফতি মুজিবুর রহমান, হযরত মাওলানা শায়খ হারুনুর রশীদ, হযরত মাওলানা সিরাজুল ইসলাম ও হযরত মাওলানা মুফতি নোমান ফয়েজী।
ওয়াজ পরিচালনা কমিটির পক্ষ থেকে বার্ষিক এ মাহফিলে সিলেটের ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।