সাংবাদিক আব্দুল ওয়াদুদের মাতার ইন্তেকাল, বাদ এশা জানাজা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৪, ১২:২৩ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, সিনিয়র সাংবাদিক মো. আবদুল ওয়াদুদের মাতা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা সোয়া ১১ টায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি ৪ পুত্র, ৪ কন্যা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজার নামাজ আজ বাদ এশা দক্ষিণ দাসউরা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে তাঁর লাশ পঞ্চায়েত গোরস্থানে দাফন করা হবে।
এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মরহুমার মেজো পুত্র দাসউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সিনিয়র সাংবাদিক রাজু ওয়াহিদ।
এদিকে, সাংবাদিক আব্দুল ওয়াদুদ ও রাজু ওয়াহিদের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান ও সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ, প্রবীণ রাজনীতিবিদ মজির উদ্দিন আনসার, শিক্ষক ও সাংবাদিক খালেদ জাফরি, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক জুবের আহমদ প্রমুখ।
পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।