বৃটেন প্রবাসী আজিজুর রহমানের ইন্তেকাল
স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৪, ১১:২৩ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: মাথিউরা মিনারাই নিবাসী বিশিষ্ট সমাজসেবী বিআইডিসি’র সাবেক কর্মকর্তা মো. আজিজুর রহমান (৭৫) আর নেই। আজ (১২ জানুয়ারি) ভোরে তিনি এসেক্সের কিং জর্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছিলেন বৃটেনের গুড মেইজের বাসিন্দা।
প্রয়াত আজিজুর রহমান বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের মিনারাই গ্রামের মো. মুবারক আলীর পুত্র। তিনি অলিউর রহমান মানিকের বড় ভাই ও বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক জিএস গোলাম কবির রুমেলের বড় চাচা।
জানা যায়, মো. আজিজুর রহমান ১৯৭২ সালে বিআইডিসি’র ফেঞ্চুগঞ্জ সার কারখানায় একজন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ১৯৭৪ সালে চাকুরি ছেড়ে উচ্চ শিক্ষার জন্য তিনি বিলেতে পাড়ি জমান।
কিছু দিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তাঁর সন্তানেরা সবাই উচ্চ শিক্ষিত। বড় ছেলে রাহেল একাউন্টেন্ট, মেজো ছেলে এমরান বৃটিশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক মিশনে কর্মরত, সেজো ছেলে সুলেমান একজন চিকিৎসক এবং ছোট ছেলে রেজওয়ান স্থানীয় কাউন্সিলে কাজ করেন।
আজিজুর রহমানের জানাজার নামাজ আগামীকাল বাদ জোহর ইস্ট লন্ডন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে চিংগওয়েলের ‘গার্ডেন অব পিস’ গোরস্থানে দাফন করা হবে।