আবারো সংসদ উপনেতা মতিয়া চৌধুরী
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৪, ২:৩৯ অপরাহ্ণমতিয়া চৌধুরী
ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী আবারও জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত হয়েছেন।
বুধবার (১০ জানুয়ারি) সংসদীয় দলের সভা শেষে আওয়ামী লীগের সংসদ সদস্য তানভীর শাকিল জয় সাংবাদিকদের এ কথা জানান।
জাতীয় সংসদের নবম তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলটির সভাপতি শেখ হাসিনা।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদের আ. লীগের সংসদীয় দলের সভায় মতিয়া চৌধুরীকে উপনেতা হিসেবে নির্বাচন করা হয়েছে।
এর আগে একাদশ জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা নির্বাচন করে আওয়ামী লীগ।
এছাড়া দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য নূর ই আলম চৌধুরী লিটন।
তিনি একাদশ জাতীয় সংসদেও চিফ হুইপের দায়িত্ব পালন করেন।