সিলেট-৬: নুরুল ইসলাম নাহিদ ১৮২৯০ ভোট বেশি পেয়ে নির্বাচিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ৯:৪৫ অপরাহ্ণ
বিজয়ী হওয়ার পর বিয়ানীবাজার পৌরশহরে নৌকার প্রধান কার্যালয়ে জনতাকে হাত নেড়ে অভিনন্দন জানাচ্ছেন নুরুল ইসলাম নাহিদ এমপি
স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে ১৮২৯০ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। তিনি পেয়েছেন ৫৭৭৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সরওয়ার হোসেন পেয়েছেন ৩৯৪৮৮ ভোট।
আজ রোববার (০৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। দু’উপজেলায় মোট ভোটার ছিলেন ৪ লাখ ৭২ হাজার ৭৪৯ জন। এরমধ্যে শুদ্ধ ভোট কাস্ট হয়েছে ১১৪৫৭২। তন্মধ্যে বিয়ানীবাজারে ৫৩১৬৮ ও গোলাপগঞ্জ উপজেলায় ৬১৪০৪ ভোট।
সূত্রমতে, বিয়ানীবাজার উপজেলায় মোট ভোটার ২ লাখ ৬ হাজার ৩৮ জন। এরমধ্যে শুদ্ধ ভোট প্রয়োগ করেছেন ৫৩১৬৮ জন।
তন্মধ্যে উপজেলার সবক’টি ইউনিয়ন ও একটি পৌরসভায় লিডসহ নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন ২৮২৩২ ভোট।
এ উপজেলায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সরওয়ার হোসেন পেয়েছেন ২১০৩০ ভোট। দু’জনের প্রাপ্ত ভোটের ব্যবধান ৭২০২ ভোট।
অপরদিকে, গোলাপগঞ্জ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৬৬ হাজার ৭১১ জন। এরমধ্যে শুদ্ধ ভোট প্রয়োগ করেছেন ৬১৪০৪ জন।
এ উপজেলায় নৌকা প্রতীকের নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন ২৯৫৪৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সরওয়ার হোসেন পেয়েছেন ১৮৪৫৮ ভোট। দু’জনের প্রাপ্ত ভোটের ব্যবধান ১১০৮৮ ভোট।
দু’উপজেলার প্রিজাইডিং অফিসার কর্তৃক বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন
সকল প্রার্থী মিলে যতো, একাই ততো ভোট পাবেন এমপি নাহিদ — এডভোকেট নাসির খান