সিলেট-৬: গোলাপগঞ্জে ১১০৮৮ ভোটে নৌকার লিড

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ৮:৪৭ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: দু’টি উপজেলা নিয়ে সিলেট-৬ আসন গঠিত। এ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদসহ ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। গোলাপগঞ্জ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৬৬ হাজার ৭১১ জন।। এরমধ্যে শুদ্ধ ভোট প্রয়োগ করেছেন ৬১৪০৪ জন।
গোলাপগঞ্জে নৌকা প্রতীকের নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন ২৯৫৪৬ ভোট। এ উপজেলায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সরওয়ার হোসেন পেয়েছেন ১৮৪৫৮ ভোট। দু’জনের প্রাপ্ত ভোটের ব্যবধান ১১০৮৮ ভোট।
প্রিজাইডিং অফিসার কর্তৃক বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী এ তথ্য জানা গেছে।
দু’উপজেলা মিলে নৌকা প্রতীকের নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন ৫৭৭৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সরওয়ার হোসেন পেয়েছেন ৩৯৪৮৮ ভোট।
বেসরকারি ফলাফল অনুযায়ী বিজয়ী প্রার্থী নৌকার নুরুল ইসলাম নাহিদ এর সাথে সরওয়ার হোসেন এর ভোটের ব্যবধান ১৮২৯০ ভোট।