সিলেট-৬: বিয়ানীবাজারে ৭২০২ ভোটে এমপি নাহিদ’র লিড

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ৮:০৭ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: দু’টি উপজেলা নিয়ে সিলেট-৬ আসন গঠিত। এ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদসহ ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বিয়ানীবাজার উপজেলায় মোট ভোটার ২ লাখ ৬ হাজার ৩৮ জন। এরমধ্যে শুদ্ধ ভোট প্রয়োগ করেছেন ৫৩১৬৮ জন।
তন্মধ্যে উপজেলার সবক’টি ইউনিয়ন ও একটি পৌরসভায় লিডসহ নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন ২৮২৩২ ভোট। এ উপজেলায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সরওয়ার হোসেন পেয়েছেন ২১০৩০ ভোট। দু’জনের প্রাপ্ত ভোটের ব্যবধান ৭২০২ ভোট।
বিয়ানীবাজারে প্রিজাইডিং অফিসার কর্তৃক বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী এ তথ্য জানা গেছে।
এদিকে, গোলাপগঞ্জ উপজেলার ভোটের খবর পাওয়ামাত্র জানানো হবে।