সিলেট-৬: সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ এগিয়ে

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ৫:৪১ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি এগিয়ে রয়েছেন। বিয়ানীবাজার উপজেলার সবক’টি ইউনিয়ন ও একটি পৌরসভায় নৌকার প্রার্থী বিজয়ী হওয়ার খবর পাওয়া গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ আসনের বিয়ানীবাজার পিএইচজি হাইস্কুল কেন্দ্রে নৌকা ৫৪৮ ও ঈগল ১২৮টি ভোট পেয়েছে।
দুধবকশী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৪১৩, ঈগল ২৬৬ ও লাঙ্গল প্রতীক পেয়েছে ২৯টি ভোট।
শেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৫৬৪, ঈগল ৩০০ ও লাঙ্গল ৩০টি ভোট পেয়েছে।
ঘুঙ্গাদিয়া মালিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৫৫ ও ঈগল প্রতীক পেয়েছে ২১৮টি ভোট।
গোলাপগঞ্জের ফুলবাড়ি মাদ্রাসা কেন্দ্রে নৌকা ৪৯৯, ঈগল ১৭৬, সোনালী আঁশ ১১০ ও লাঙ্গল প্রতীক পেয়েছে ২৩টি ভোট।
গোলাপগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড কেন্দ্রে নৌকা ৩৮৮, সোনালি আশঁ ২১৪, ঈগল ১১৪, মিনার ১১ ও লাঙল ১০টি ভোট পেয়েছে।
বিয়ানীবাজারের মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে নৌকা ৩১৯, ঈগল ৩১২ ও লাঙ্গল প্রতীক পেয়েছে ৭৭টি ভোট।
গোলাপগঞ্জের ভাদেশ্বর মাইজভাগ কেন্দ্রে নৌকা ৫২০, সোনালী আঁস ১৭৬ ও ঈগল ৬০টি ভোট পেয়েছে।
সিলেট-৬ আসনে প্রার্থী ছিলেন ৬ জন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ নুরুল ইসলাম নাহিদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন (ঈগল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আতাউর রহমান আতা (ছড়ি), জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন (লাঙ্গল), তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মবিন চৌধুরী (সোনালী আঁশ) এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী সাদিকুর রহমান (মিনার)।