সিলেট-৬: চলছে শান্তিপূর্ণ নির্বাচন, ভোট দিলেন নাহিদ-সরওয়ার

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ১:৩১ অপরাহ্ণ
ভোট বাক্সে ব্যালট ঢুকাচ্ছেন নুরুল ইসলাম নাহিদ
স্টাফ রিপোর্টার: সিলেট-৬ আসনের গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলায় অনেকটা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন না থাকলেও আশানুরূপ ভোট কাস্ট হওয়ার খবর পাওয়া গেছে।
এ আসনে প্রার্থী ৬ জন। এরমধ্যে নুরুল ইসলাম নাহিদ শমসের মুবিন চৌধুরী ও সরওয়ার হোসেন এর মধ্যে ত্রিমুখী লড়াই চলছে।
এদিকে, বিয়ানীবাজারের পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদ। একই কেন্দ্রে তাঁর স্ত্রী, ভাই ও দুই মেয়ে ভোট দিয়েছেন।
অপরদিকে, বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সরওয়ার হোসেন। একই কেন্দ্রে ভোট দেন তাঁর সহধর্মিনী, ছেলে ও ছোট ভাই।

ভোট বাক্সে ব্যালট ঢুকাচ্ছেন সরওয়ার হোসেন
সূত্রমতে, সিলেট-৬ আসনে নারী ও পুরুষ মিলে মোট ভোটার ৪ লাখ ৭২ হাজার ৭৪৯ জন। এরমধ্যে গোলাপগঞ্জ উপজেলায় ২ লাখ ৬৬ হাজার ৭১১ জন। তন্মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩৪ হাজার ৯২৬, মহিলা ভোটার এক লাখ ৩১ হাজার ৭৮৪ ও হিজড়া ১ জন। বিয়ানীবাজার উপজেলায় মোট ভোটার ২ লাখ ৬ হাজার ৩৮ জন। এরমধ্যে পুরুষ এক লাখ ২ হাজার ৫৮৩ ও মহিলা এক লাখ ৩ হাজার ৪৫৫ জন।
সবমিলিয়ে এবার বিয়ানীবাজার থেকে গোলাপগঞ্জ উপজেলায় ৬০ হাজার ৬৭৩ ভোট বেশি।