বিয়ানীবাজার বিএনপি নেতা কছির আলী বহিষ্কার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৩, ৮:১৯ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মাথিউরা ইউনিয়ন বিএনপির সভাপতি কছির আলীকে দলীয়শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার করেছে সিলেট জেলা বিএনপি।
শনিবার সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
পাশাপাশি কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তা আগামী তিন দিনের মধ্যে জেলা বিএনপি বরাবরে তার বক্তব্য চাওয়া হয়েছে চিঠিতে।