আমিরাতে তিন কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি গাড়িচালক
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৩, ৭:৪৯ অপরাহ্ণসংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ-তে দুবাই-ভিত্তিক বিগ টিকিটের ই-ড্র’তে (লটারি) বাংলাদেশি এক গাড়িচালক ১০ লাখ দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি টাকা জিতেছেন।
মোহাম্মদ বলেছেন, ‘আমরা ১৯ জনের একটি দল। গেল এক বছর ধরে আমরা প্রতি মাসে বিগ টিকিট কিনছি। এ নিয়ে তৃতীয়বার আমার নামে টিকিট কেনা। দুটি কিনলে দুটি ফ্রি- এই বিশেষ অফারে আমরা চারটি টিকিট কিনেছিলাম।’
তিনি আরও বলেন, কেনার পর আমি দুটি টিকিট নির্বাচন করেছি এবং আমার বন্ধুরা বাকি দুটি নির্বাচন করেছিল। যে টিকিটটি বিজয়ী হয়েছে, সেটি আমি নির্বাচন করেছিলাম। আমাদের এই জয়ে আমি খুবই খুশি।
লটারিতে জেতা অর্থ নিয়ে পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মোহাম্মদ বলেন, আমি এখনও জানি না। আমি আমার পুরষ্কারটি আমার বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করব এবং আমার নগদ অর্থের অংশ দিয়ে আমি আমার সন্তানদের জন্য বাংলাদেশে একটি নতুন বাড়ি কিনতে পারি।