স্বতন্ত্র বা অন্য দলের প্রার্থীদের কোনভাবেই বাধা দেওয়া যাবে না: শেখ হাসিনা
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৩, ৭:১১ অপরাহ্ণদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপুর্ণভাবে অনুষ্ঠানের স্বার্থে স্বতন্ত্র প্রার্থীদের বাধা না দিতে নেতা-কর্মীদের আবারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কর্মসূচি উপলক্ষে পাবনা শহরের মধ্যস্থলে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে জেলা আওয়ামী লীগ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রীর ভাষণ শেষে পাবনা অংশে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বক্তব্য দেন।
এসময় পাবনা-১ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মো. মকবুল হোসেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি এবং পাবনা-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী মো. গালিবুর রহমান শরিফ উপস্থিত ছিলেন।