সিলেট-৬: ভোটযুদ্ধে হেভিওয়েট তিন প্রার্থী, প্রচারণা শুরু কাল
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৩, ৬:১৮ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। নির্ধারিত এ সময়ের মধ্যে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে অনেক জল্পনা-কল্পনার অবসান শেষে ভোটযুদ্ধে নামছেন হেভিওয়েট ৩ জনসহ ৬ প্রার্থী।
আগামীকাল সোমবার প্রতিদ্বন্দ্বী ৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। মূলতঃ এরপর থেকেই শুরু হবে নির্বাচনী প্রচার প্রচারণা।
সিলেট-৬ আসনে প্রতিদ্বন্দ্বী ছয়জন প্রার্থী হলেও আলোচনার টেবিলে রয়েছেন তিনজন। এমনকি এ তিনজনের একজন হবেন সংসদ সদস্য। ভোটারদের সাথে আলাপকালে এ তথ্য অনেকটা নিশ্চিত হওয়া গেছে।
আলোচিত এ তিন হেভিওয়েট প্রার্থীর মধ্যে একজন হলেন নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি। এ আসন থেকে তিনি নৌকার টিকেটে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পরপর দু’বার দায়িত্ব পালন করেছেন শিক্ষামন্ত্রীর। এবারও নির্বাচিত হতে প্রাণপণ চেষ্টা অব্যহত রেখেছেন।
আরেকজন হলেন তৃণমূল বিএনপি’র চেয়ারপার্সন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শমসের মুবিন চৌধুরী বীর বিক্রম। তিনি একজন প্রাজ্ঞ কূটনীতিবিদ। পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ আসনে তিনি সোনালী আঁশ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
আলোচিত প্রার্থী শমসের মবিন চৌধুরী আগামীকাল সোমবার বেলা ১টায় সিলেটে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। এতে তিনি নতুন কোন বার্তা দিবেন কি-না তা শোনার জন্য অপেক্ষায় রয়েছেন ভোটার ও সাধারণ জনগণ।
অপরজন হলেন, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেন। তিনি বিগত একযুগ থেকে নির্বাচনী এলাকা চষে বেড়িয়েছেন। সরকারি ও ব্যক্তিগত অনুদানে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন। এজন্য স্বতন্ত্র প্রার্থী হলেও হিসেবের খাতায় তিনি আলোচিত। তাঁর নির্বাচনী প্রতীক ঈগল না ট্রাক তা এ মুহূর্তে নিশ্চিত হওয়া যায়নি।