এমসি কলেজের সাবেক অধ্যক্ষ সালেহ আহমদের ইন্তেকাল, শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৩, ১১:০৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার: মুরারিচাঁদ (এমসি) কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত ৯ টায় তিনি সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
প্রফেসর মো. সালেহ আহমদ দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি মৃত্যুকালে ১ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রফেসর মো. সালেহ আহমদ সিলেটের শতবর্ষী ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক ও পরবর্তীতে কলেজের উপাধ্যক্ষ ও অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্বপালন করে ২০২২ সালের ২৪শে আগস্ট অবসর গ্রহণ করেন।
এদিকে, মুরারিচাঁদ (এমসি) কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর অনুগত ছাত্র সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ।
এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।