কুয়েতের আমির শেখ নওয়াফ’র ইন্তেকাল

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৩, ৫:৪৩ অপরাহ্ণকুয়েতের আমির শেখ নওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ। ছবি : সংগৃহীত
অনাড়ম্বর জীবন যাপনের জন্য প্রশংসিত কুয়েতের আমির শেখ নওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ শনিবার (১৬ ডিসেম্বর) মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, আমিরের মৃত্যুতে কুয়েতে শোকের ছায়া নেমে এসেছে। তবে তার মৃত্যুর কোনো কারণ জানায়নি কর্তৃপক্ষ।
আমিরি আদালতের মন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল-সাবাহ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন। তার বিবৃতিটি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা গভীর দুঃখ ও পরিতাপের সঙ্গে জানাচ্ছি, আজ (শনিবার) আমাদের আমির শেখ নওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ মারা গেছেন। তার মৃত্যুতে আমরাÑ কুয়েতের জনগণ, আরব ও ইসলামি বিশ্বের মানুষ, বিশ্বের বন্ধু জনগণ গভীরভাবে শোকাহত।’
দীর্ঘদিন ধরে কুয়েত শাসন করছে আল-সাবাহ পরিবার। অঢেল বিত্তবৈভবের মালিক হয়েও সাদাসিধা জীবন কাটানোর জন্য দেশটির জনগণের মধ্যে আমির শেখ নওয়াফ জনপ্রিয় ছিলেন।
শেখ নওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ গ্রহণ করেন। সৎভাই ও তৎকালীন আমির শেখ সাবাহ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ ওই বছর ৯১ বছর বয়সে মারা যাওয়ার পর কুয়েতের আমির হন শেখ নওয়াফ। ২০০৬ সালে ঘোষণা করা হয়েছিল, শেখ নওয়াফ হবেন পরবর্তী আমির।
আমিরের দায়িত্ব নেওয়ার আগে কয়েক দশক ধরে কুয়েতের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন শেখ নওয়াফ। এর মধ্যে ১৯৯০ সালে তৎকালীন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েতে হামলা চালানোর সময় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন শেখ নওয়াফ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর চ্যালেঞ্জ মোকাবিলা করেন।
কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, গত মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আমির শেখ নওয়াফকে জরুরিভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ২০২১ সালের মার্চে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র গিয়েছিলেন তিনি। তবে ওই সময়ও তার অসুস্থতার কারণ জানানো হয়নি।
শেখ নওয়াফের মৃত্যুতে কে নতুন আমিরের দায়িত্ব নিচ্ছেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত সেটি ঘোষণা করেনি কুয়েত কর্তৃপক্ষ। তবে উত্তরাধিকারের ধারা অনুযায়ী কুয়েতের বর্তমান উপশাসক ও শেখ নওয়াফের সৎভাই শেখ মেশাল আল-আহমদ আল-জাবের কুয়েতের নতুন আমির হওয়ার কথা। শেখ মেশালের বয়স এখন ৮৩ বছর।