বিয়ানীবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৩, ১২:৪৫ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: বিয়ানীবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। আজ সূর্যদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহিদ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করার মধ্যদিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
পরে স্থানীয় পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ কুচকাওয়াজ। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শারীরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শন করে।
এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, পৌর মেয়র ফারুকুল হক, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানসহ বিশিষ্টজন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।