সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদের বড় বোনের প্রথম জানাজা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৩, ৬:১৮ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ওয়াহিদুর রহমান ওয়াহিদের বড় বোন হোসনে আরা বেগমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বাদ জুম’আ নগরীর মেজরটিলা মোহাম্মদপুর মাদরাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
মরহুমার দ্বিতীয় জানাজার নামাজ আজ রাত ৮ টায় গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার ফেনগ্রাম জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাঁর লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
এদিকে, মরহুমার প্রথম জানাজার নামাজে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার বিপুলসংখ্যক লোক শরিক হন। নামাজে ইমামতি করেন মেজরটিলা মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রেজওয়ান আহমদ।
উল্লেখযোগ্যদের মধ্যে জানাজায় শরিক হন, বিশিষ্ট শিল্পপতি মুসলেহ উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ, সিসিক’র ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সাংবাদিক আব্দুল কাদের তাপাদার, দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার সম্পাদক ফারুক আহমদ, দৈনিক সিলেটের ডাক’র চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র রিপোর্টার এনামুল হক রেনু, আনাস হাবিব কলিন্স, ফায়যুর রহমান, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর আহমদ প্রমুখ।
জানাজার নামাজে উপস্থিত সকলের প্রতি মরহুমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন হোসনে আরা বেগম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬১ বছর। তিনি স্বামী, তিন মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।