সিলেট-৩: আপিলে ভোটে ফিরলেন ডা. দুলাল

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৩, ২:০৪ অপরাহ্ণনির্বাচন কমিশনের আপিল শুনানিতে প্রার্থীতা ফিরে পেয়েছেন সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে আপিল শোনানিতে তার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।
গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাঁছাইকালে এক শতাংশ ভোটে অসামঞ্জস্য দেখিয়ে ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
বাছাইকালে সিলেট ৩ আসনে মনোনয়ন বৈধ হয় বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র আনোয়ার হোসেন আফরোজ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জাহেদুর রহমান (মাসুম), জাতীয় পার্টির মো. আতিকুর রহমানের।
বাছাইয়ে বাদ পড়া আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়া ডা. ইহতেশামুল হক দুলাল নির্বাচনী মাঠে ফিরতে ৬ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলে বৈধতা পেলে তিনি নির্বাচনী মাঠে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনে আপিলে মনোনয়নের বৈধতা ফিরে পেয়ে ডা. ইহতেশামুল হক দুলাল বলেন, যারা আমাকে পছন্দ করেন। যারা মনে করেন আমি হবো যোগ্য নেতা। তাদের প্রতি এবং সিলেট-৩ আসনের গণমানুষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। চিকিৎসা পেশায় বিগত দিনে মানুষের সেবা করে গেছি। এবার সেবা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যেতে চাই।
তিনি বলেন, আমি অতি শিগগিরই নির্বাচনী মাঠে ফিরবো, সবার সমর্থন চাইবো।
এরআগে সোমবার নির্বাচন কমিশনের আপিল শুনানিতে প্রার্থীতা ফিরে পেলেন সিলেট-২ আসনের বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খান। সোমবার (১১ ডিসেম্বর) নির্বাচন ভবনে আপিল শুনানির দ্বিতীয় দিনে তার আবেদন মঞ্জুর করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। একইভাবে ডা. ইহতেশামুল হক দুলালের আবেদনও মঞ্জুর করা হয়।
এর আগে ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে ডা. দুলাল ও মোকাব্বির খানের মনোনয়নপত্র বাতিল করেন সিলেটের রিটার্নিং কর্মকর্তা। অবশেষে ইসিতে আপিল শুনানীতে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পান এ দুই প্রাথী।