সিলেট-৬ আসনে মনোনয়ন জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন
স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৩, ৬:৪৪ অপরাহ্ণআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে তিনি রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের কাছে মনোনয়ন জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. আব্দুল বারী, বিয়ানীবাজার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুক আহমদ, দুবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুছ সালাম, লাউতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গৌছ উদ্দিনসহ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আওয়ামী লীগসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।