সিলেট-৬: তৃণমূল বিএনপি’র প্রার্থী শমসের মবিন, আ’লীগের কে?

কবির আহমদ:
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৩, ৮:৫৮ অপরাহ্ণকবির আহমদ: তৃণমূল বিএনপি’র চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৃতিসন্তান। সিলেট-৬ সংসদীয় আসন গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত। আসন্ন নির্বাচনে শমসের মবিন চৌধুরী এ আসন থেকে নির্বাচন করবেন। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় এ প্রতিবেদকের সাথে সেলফোনে আলাপকালে তিনি এ কথা জানিয়েছেন। তবে, এ আসনে আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। এজন্য দলীয় প্রার্থী নুরুল ইসলাম নাহিদ না অন্য কেউ হচ্ছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জানা যায়, সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির সঙ্গে জোট করছে অনিবন্ধিত রাজনৈতিক দল প্রগতিশীল ইসলামী জোট। তারা তৃণমূল বিএনপির সোনালি আশ প্রতীকে নির্বাচন করবে। এ বিষয়ে গতকাল ইসিতে দলটির মহাসচিব তৈমুর আলম স্বাক্ষরিত আবেদনপত্র জমা দেন ইসলামিক গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়াম সদস্য মাওলানা আনিসুর রহমান শেখ। পরে তিনি বলেন, ‘আমরা ১৫টি ইসলামি দল জোটবদ্ধভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমাদের কারও নিবন্ধন নেই তাই আমরা তৃণমূল বিএনপির সঙ্গে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। তিনি এ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দু’উপজেলায় করেছেন আশানুরূপ উন্নয়ন। এজন্য আবারও দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে তাঁর শুভাকাক্সিক্ষরা শতভাগ আশাবাদী। কিন্তু এতে বাঁধ সেধেছে তৃণমূল বিএনপি। খোদ দলের চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী এ আসনে প্রার্থী হওয়ায় রাজনৈতিক অঙ্গণে নানামুখি আলোচনা ডালপালা মেলছে।
তৃণমূল বিএনপি তাদের প্রতীক ‘সোনালী আঁশ’ নিয়ে নির্বাচন করলে সিলেট-৬ আসনে নৌকা প্রতীক থাকবে কি-না এ নিয়েও নেতাকর্মীদের মধ্যে সংশয় তৈরি হয়েছে। যদি নৌকা প্রতীক থাকে তাহলে নুরুল ইসলাম নাহিদ দলীয় মনোনয়ন পাওয়ার দৌঁড়ে এগিয়ে থাকার আভাস পাওয়া গেছে। তবে, এ আসনে নৌকা প্রতীকের জন্য কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির সাফি চৌধুরী এলিম, যুক্তরাজ্য আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম চৌধুরীসহ বেশক’জন নতুন মুখ মনোনয়ন সংগ্রহ করেছেন। তাদের মধ্য থেকেও শেষ পর্যন্ত কেউ নৌকা প্রতীক পেলে অবাক হওয়ার কিছু থাকবে না বলে অনেকেই মনে করেন।
আসন্ন নির্বাচনে সিলেট-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়নের ব্যাপারে সবকিছু নির্ভর করছে জোটবদ্ধ দলগুলোর উপর।
ইতিমধ্যে তৃণমূল বিএনপি’র দলভূক্ত হয়েছে প্রগতিশীল ইসলামী জোট। প্রাথমিকভাবে তৃণমূল বিএনপি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে জোট প্রধান শেখ হাসিনার সাথে আলোচনা সাপেক্ষে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। এ তালিকায় সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে শেষ পর্যন্ত নৌকা প্রতীক থাকবে কি-না, থাকলেও কে পাবেন মনোনয়ন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে, এখন পর্যন্ত সোনালী আঁশ নিয়ে শমসের মবিন চৌধুরী নির্বাচন করবেন তা প্রায় নিশ্চিত।