অ্যাডভোকেট সামসুজ্জামান’র মায়ের ইন্তেকাল।। শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৩, ১:৩৯ অপরাহ্ণদৈনিক শ্যামল সিলেট পত্রিকার সম্পাদকমন্ডলির সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান এর মমতাময়ী মা ফাতেমা খানম (৯২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ শনিবার বেলা সাড়ে ১২টায় নগরীর বোরহানবাগস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।
মরহুমার নামাজে জানাযা আজ শনিবার বাদ এশা গোলাপবাগ জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
এদিকে, মরহুমার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, দৈনিক শ্যামল সিলেট এর ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মুকিত, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপন ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ।
পৃথক শোকবার্তায় তারা মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।