যুক্তরাষ্ট্রে আব্দুল কুদ্দুস টিটুর ছোট ভাইয়ের ইন্তেকাল
স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৩, ১২:০৪ পূর্বাহ্ণবিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মো. আব্দুল কুদ্দুস টিটুর ছোট ভাই এমদাদুল হক সোহেল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় আমেরিকার ভার্জিনিয়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৩৮ বছর। তিনি মা, স্ত্রী, ভাই-বোন, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ আগামীকাল বুধবার (৮ নভেম্বর) বাদ জোহর (দুপুর ১.০০) যুক্তরাষ্ট্রের এডাম সেন্টারে অনুষ্টিত হবে ।
এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মরহুমের আরেক ভাই বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক এর নবনির্বাচিত কোষাধ্যক্ষ আব্দুল হান্নান দুখু।
এদিকে, সাবেক ছাত্রনেতা যুক্তরাষ্ট্র প্রবাসী মো. আব্দুল কুদ্দুস টিটুর ছোট ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ।
পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।