বিয়ানীবাজারে সাংবাদিক সাদিক রহমানের পিতার ইন্তেকাল, শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৩, ৭:০৯ অপরাহ্ণযুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও পূর্ব মুড়িয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক সাংবাদিক সাদিক রহমান এর পিতা হাফিজ আব্দুন নূর ( ৯৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
গতকাল শনিবার রাত ১১টায় সিলেটের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মরহুমের জানাজার নামাজ আজ রোববার বাদ জোহর মুড়িয়া ইউনিয়নের পূর্ব মুড়িয়া নয়াগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে দলমত নির্বিশেষে বিপুলসংখ্যক লোক জানাজায় শরিক হন। পরে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, সাংবাদিক সাদিক রহমানের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক জুবের আহমদ।
সাংবাদিক সাদিক রহমানের পিতার মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপন ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ।
পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।