‘এবার আ’লীগের মনোনয়ন ফরম ৫০ হাজার টাকা’

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৩, ৫:৫৫ অপরাহ্ণআওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের দাম ৫০ হাজার টাকা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের দাম ছিল ৩০ হাজার টাকা। সেই হিসাবে এবার মনোনয়ন ফরমের দাম প্রায় দ্বিগুণ বাড়ছে।
ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচনে আটটি বুথে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে। মনোনয়ন ফরমের মূল্য ৫০ হাজার টাকা। এবার কেউ অনলাইনে তা সংগ্রহ করতে চাইলে করতে পারবেন। তবে কবে থেকে সংগ্রহ করা যাবে, সেটা জানাব।’
সংলাপ প্রসঙ্গে কাদের বলেন, ‘সংলাপের পার্ট শেষ হয়ে গেছে। একসময় বলেছিলাম, শর্ত তুলে নিলে সংলাপ হতে পারে, সেই সময় শেষ।’
বিএনপির নেতারা পাহাড়ের গুহায় বসে কথা বলছে মন্তব্য করে কাদের বলেন, ‘তাদের দেখা যায় না। বিএনপির এক কোটি নেতাকে ঘরছাড়া করা হয়েছে, আর আট হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে—এসব মুখে না বলে তারা তালিকা দিক। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেটা দেব। তাদের এক কোটি ঘরছাড়া, আট হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তারের কথা মিথ্যা। এসব মিথ্যা কথা বলে বিদেশিদের কাছে নালিশ দিচ্ছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।