বিএনপিসহ বিরোধীদলশূন্য করতে সরকার মরিয়া হয়ে উঠেছে: রিজভী
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৩, ১০:৪৭ অপরাহ্ণ
‘বিএনপিসহ বিরোধীদলশূন্য করতে সরকার মরিয়া হয়ে উঠেছে’— এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বুধবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এই অভিযোগ করেন।
রিজভী বলেন, সরকার গোটা দেশকে বিএনপিশূন্য করা, বিরোধীদলশূন্য করার এমনকি গণতন্ত্রশূন্য করার জন্য যত ধরনের পদ্ধতি দরকার, সেটি তারা করে যাচ্ছে।
ওরা (সরকার) মরিয়া হয়ে এই কাজ করে যাচ্ছে—মন্তব্য করে রিজভী বলেন, ‘বিএনপিসহ বিরোধী দলকে স্তব্ধ করার উদ্দেশ্যই হচ্ছে দেড় দশকের আওয়ামী লুণ্ঠন ও অর্থ পাচারের কাহিনিগুলো যেন সাধারণ জনগণ জানতে না পারে।’
রিজভী বলেন, ‘অবরোধের দ্বিতীয় দিনেও দেশের নানা জায়গায় পুলিশ ও আওয়ামী লীগ, আবার কোথাও আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ যুক্তভাবে অবরোধকারী নেতা-কর্মীদের ওপরে আক্রমণ চালিয়েছে। গ্রেপ্তার করা হয়েছে নির্বিচারে, পাইকারিভাবে, ব্লক রেইড চলছে বিভিন্ন পাড়া-মহল্লায়। রিমান্ড আর গ্রেপ্তার—এ যেন আওয়ামী দুঃশাসনের অন্যতম পণ্য।’
দলের নেতা-কর্মীদের ওপরে গুলিবর্ষণ, হামলা, মামলা ও গ্রেপ্তারের চিত্র তুলে ধরে রিজভী বলেন, ‘২৮ অক্টোবর মহাসমাবেশ, ২৯ অক্টোবর হরতাল এবং গত দুই দিনের অবরোধকে কেন্দ্র করে বিএনপির আড়াই হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে ৮ জন নেতা-কর্মীর মৃত্যু ও ৩ হাজার ৪৩৬ জনের বেশি নেতা-কর্মী আহত হয়েছেন এবং ৫৫টির বেশি মামলা হয়েছে।’
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘গতকাল (মঙ্গলবার) প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে বিবেকহীন পুলিশ বাহিনী বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাতে আরও বেশি উৎসাহী হয়ে ওঠে। ২৮, ২৯, ৩০ ও ৩১ অক্টোবর আওয়ামী পুলিশ রক্তের যে হোলিখেলা খেলেছে সেটি নজিরবিহীন পৈশাচিক ঘটনা। তিনি (প্রধানমন্ত্রী) গণভবনে সাংবাদিক সম্মেলনে অনর্গল মিথ্যা কথা বলেছেন সারা জাতির সামনে। অথচ দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায় যা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন সেটিকে খণ্ডাবেন কী করে?’
রিজভী বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার কমিশন বলেছে যে, মুখোশপরা হেলমেটধারী ব্যক্তিরা সরকারের লোক। তারা নিবিড়ভাবে পর্যালোচনা করেছে, তারা পর্যবেক্ষণ করেছে, তারা নানা তথ্য, উপাত্ত, ভিডিও ক্লিপস পরীক্ষা-নিরীক্ষা করে এ কথা বলেছে। এটাকে প্রধানমন্ত্রী আপনি অস্বীকার করবেন কী করে? আপনি মনগড়া, বানোয়াট একের পর এক অভিযোগ দিয়ে কথা বলছেন। এই সমস্ত মামলার কথা জনগণ বিশ্বাস করে না। কিন্তু ভয়ে কিছু বলতেও পারে না কখন আপনার দুঃশাসনের খড়্গ মাথার ওপরে নেমে আসবে।’
মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘ওরা (শ্রমিক) যে মজুরির জন্য সংগ্রাম করেছে, এটা কোনো অযৌক্তিক সংগ্রাম নয়। সম্পূর্ণ যৌক্তিক ও ন্যায়সংগত সংগ্রাম। সেটাকেও বর্বরোচিত রাষ্ট্রশক্তির চাকায় থেঁতলে দিচ্ছে এই সরকার। আওয়ামী সরকারের ক্ষমতার লোভ এতটাই তীব্র যে তারা সারা দেশকে গোরস্থান বানিয়ে ক্ষমতায় থাকতে চায়।’
রিজভী বলেন, ‘সরকার শ্রমজীবী মানুষের ন্যায্য দাবির আন্দোলনকে রক্তাক্ত পন্থায় দমন করছে। বিভিন্ন শিল্পের শ্রমিকেরা আন্দোলন করছে ন্যায্য দাবির পক্ষে। তাদের এই সংগ্রামের প্রতি গণতন্ত্রকামী প্রতিটি মানুষ সমর্থন করেছে বিএনপিসহ। আপনারা দেখেছেন যে কী বর্বরোচিতভাবে আক্রমণ চালিয়েছে শ্রমিকদের ওপরে। এটা দমানোর জন্য সরকার সন্ত্রাসীদের নামিয়েছে। সন্ত্রাসী দিয়ে, আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দমানো হচ্ছে।’
রিজভী বলেন, ‘জেলখানায় বিএনপি নেতা-কর্মীদের দুর্দশা এখন চরমে উঠেছে। বিএনপির যে সমস্ত নেতা যারা একসময় মন্ত্রী-এমপি ছিলেন তাঁদেরকেও ডিভিশন দেওয়া হচ্ছে না। কারাগারের ভেতরেও বিএনপি নেতাদের আটকে রাখা হচ্ছে, সেলে আটকে রাখা হচ্ছে, একদম নির্জন অন্ধকার প্রকোষ্ঠে। যেখানে দম বন্ধ থাকার পরিবেশ। এমনকি দিনের বেলায়ও তাঁদের সেলের ভেতরে আটক রাখা হয়।’