বিয়ানীবাজারে হত্যা মামলার আসামি এনায়েত গ্রেফতার
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৩, ৭:৪৩ অপরাহ্ণবিয়ানীবাজার থানায় দায়েরকৃত হত্যা মামলায় এনায়েত হোসেন নামে এক পলাতক আসামি দেশ ছেড়ে পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি এনায়েত হোসেনের বাড়ি বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামে। সে একই গ্রামের আব্দুস শহিদের ছেলে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোরে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে বিয়ানীবাজার থানার একদল পুলিশ। থানা পুলিশের প্রেরণকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল ইয়াহিয়া আল মামুনের তত্ত্ববধানে এবং বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধরের নির্দেশনায় এসআই অঞ্জন কুমার দেব ও এএসআই মৃদুল কান্তি দাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামি এনায়েত হোসেনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি এনায়েত হোসেনকে মঙ্গলবার আদালতের মাধমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে