ঢাকায় বিএনপির সন্ত্রাস, পুলিশ হত্যা ও হরতালের প্রতিবাদে গোলাপগঞ্জে বিক্ষোভ
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৩, ১১:০৫ অপরাহ্ণঢাকায় বিএনপি জামাতের সমাবেশের নামে সন্ত্রাস, পুলিশ হত্যা ও হরতালের প্রতিবাদে গোলাপগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৯টায় গোলাপগঞ্জে পৌর যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলটি পৌর শহরে কদমতলী পয়েন্ট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কদমতলী পয়েন্টে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় গোলাপগঞ্জ পৌর যুবলীগ নেতা রুমেল আহমদের সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম রুহিতের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ।
বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগ নেতা সাদেক আহমদ, হাদিউজ্জামান মাছুম, তাজির উদ্দিন, আব্দুল মালেক, উপজেলা যুবলীগ নেতা শামীম আহমদ,আফজাল আহমদ, এমরান আহমদ, পৌর যুবলীগ নেতা চেরাগ আলী, শেখ হৃদয় আহমদ,রাহেল আহমদ, রুহেল আহমদ লাকি, তারেক আহমদ, তাজুল ইসলাম, রাহেল আহমদ, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহরিয়ার নুর রিয়াদ, জেলা ছাত্রলীগের অন্যতম নেতা আবিদ আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক আবির হোসেন, কামরান আহমদ সামি,জয়নুল ইসলাম, এমরান আহমদ, তাহসিন তাওসিফ, সামন আহমদ, মাহমুদ আলেমান প্রমুখ।
বক্তারা ঢাকায় বিএনপি জামাতের সমাবেশের নামে সন্ত্রাসী কার্যক্রম, পুলিশ হত্যাসহ নৈরাজ্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।