ক্বারী জোবায়ের আহমদের ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৩, ৬:৪০ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার উপজেলা লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি ও মাথিউরা বাজার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ক্বারী জোবায়ের আহমদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আজ বেলা ৩ টায় মাথিউরা ইউনিয়নের আরেঙ্গাবাদ পূর্ব মাঠে অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, ইসলামী চিন্তাবিদসহ দলমত নির্বিশেষে বিপুলসংখ্যক লোক জানাজায় শরিক হন।
জানাজার নামাজে ইমামতি করেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ এর সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
পরে তাঁর লাশ আরেঙ্গাবাদ গ্রামের পরিবারিক কবরস্থানে দাফন করা হয়।