সিলেট শিক্ষা-চিকিৎসা ও যোগাযোগসহ সার্বিক উন্নয়নে পিছিয়ে রয়েছে : ড. জহিরুল ইসলাম শাকিল

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৩, ৮:১৮ অপরাহ্ণশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিলেট মেট্রোপলিটন ইউনির্ভাসিটির ভাইস চ্যান্সলর ড. জহিরুল ইসলাম শাকিল বলেছেন, আলোর নিচে অন্ধকার। সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা অথচ শিক্ষা-চিকিৎসা ও যোগাযোগসহ সার্বিক উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। দেশ দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার কারণ হচ্ছে বৈদেশি রেমিট্যান্স ও রপ্তানির জন্য। প্রবাসীরা যদি কোন কারণে নাখোস হয়ে যান তাহলে আমাদের ফরেন রির্জাভ কমে যাবে। ফরেন রির্জাম কমে গেলে আমরা কোন জিনিস আমদানী করতে পারবো না। জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সেই জন্য প্রবাসীরা হচ্ছেন আমাদের দেশের শ্রেষ্ট সন্তান। তাদেরকে যথাযত সম্মান ও মর্যাদা প্রদান করতে হবে।
বৃহস্পতিবার সিলেটৈর উসমানীনগর উপজেলার উসমানপুর গ্রামের সৈয়দ আব্দুল মালিক’র বাড়ীতে মরহুমা কাজী নূরজাহান বেগমের রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প, ডায়াবেটিস চেকআপ ও ঔষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
যুক্তরাজ্য যুবলীগের য্গ্মু সাধারণ সম্পাদক ও মদনমোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ আব্দুল মুমিন এর সভাপতিত্বে ও সমাজকর্মী সৈয়দ শিপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৮নম্বর উছমানপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়ালীউল্লাহ বদরুল, উসমানপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ডা. তখলিছ আলী, বিশিষ্ট সমাজসেবী সৈয়দ আব্দুল হামিদ, কিন্ট ইউকের কাউন্সিলর ইন্সপেক্টর মুহিবুর রহমান, সাংবাদিক এস. এম সুজন, ড্রীম সিলেট’র সম্পাদক শেখ আব্দুল মজিদ, মেম্বার আনোয়ার মিয়া, মিনহাজ আহমদ সার্জন, মকদ্দছ আলী, লাল মিয়া, মোঃ শফিক, খোকন মিয়া প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন উছমানপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মুহিবুর রহমান।