বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন সমাবেশ বৃহস্পতিবার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৩, ৫:১৫ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ উন্নয়ন সমাবেশের উদ্যোগে নিয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় পৌর শহরের দক্ষিণ বিয়ানীবাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
সভাপতিত্ব করবেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান।
এতে উপজেলার সকল পর্যায়ের দলীয় নেতাকর্মীদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল।