সিলেটে আওয়ামী লীগের “The Drill Online Campaign Training” বৃহস্পতিবার

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৩, ১০:২২ পূর্বাহ্ণসিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জেলা ও মহানগর আওয়ামী লীগের সুনির্দিষ্ট নেতৃবৃন্দের অংশগ্রহণে আগামীকাল বৃহস্পতিবারসকাল ৯টায় রিকাবিবাজারস্থ কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে “The Drill Online Campaign Training” অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণটি বাংলাদেশ আওয়ামী লীগের Centre for Research and Information-CRI এর প্রশিক্ষকবৃন্দ পরিচালনা করবেন।
প্রশিক্ষণ কার্যক্রমের সময়সূচী:
# রেজিস্ট্রেশন: সকাল ০৯:০০ টায়;
# প্রশিক্ষণ শুরু: সকাল: ০৯:৩০ টায়;
# প্রশিক্ষণ শেষে হবে: দুপুর ০১:০০ টায়।
# স্মার্ট কর্ণার উদ্বোধন: প্রশিক্ষণ শেষে দুপুর ১ থেকে ২ টায়, তালতলায় ইস্ট এন্ড হোটেলের নিচ তলায়।
প্রশিক্ষণে জেলা এবং উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নিম্ন লিখিত নেতৃবৃন্দ পদাধিকার বলে অংশগ্রহণ করবেন।
১) তথ্য ও গবেষণা সম্পাদক
২) দপ্তর সম্পাদক
৩) প্রচার ও প্রকাশনা সম্পাদক
৪) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
৫) উপ-দপ্তর সম্পাদক
৬) উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ কর্তৃক মনোনীত প্রত্যেক পৌরসভা/ইউনিয়ন থেকে ১ জন করে প্রতিনিধি (যিনি অনলাইন কার্যক্রমে সক্রিয়) অংশগ্রহণ করবেন। অনুরূপ ভাবে মহানগর আওয়ামী লীগ থেকেও মনোনীত অংশগ্রহণকারীরা প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।
কেন্দ্রীয় নির্দেশনায় প্রশিক্ষণটি সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ যৌথভাবে আয়োজন করেছে।