গোলাপগঞ্জে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ বৃহস্পতিবার

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৩, ৭:৫৩ অপরাহ্ণগোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশের ডাক দেয়া হয়েছে।
আগামী বৃহস্পতিবার বেলা আড়াইটায় (২৬ অক্টোবর) গোলাপগঞ্জ চৌমুহনীতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
ঐদিন সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনীত হওয়ায় সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিমকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে।
এতে গোলাপগঞ্জের দলীয় নেতাকর্মীসহ সকল নাগরিকবৃন্দকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার রাতে গণমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ।