গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিয়ানীবাজারে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৩, ১০:২৭ পূর্বাহ্ণতিলপাড়া ইউনিয়নের প্রতিবাদী জনতার অংশগ্রহণ
স্টাফ রিপোর্টার: ফিলিস্তিনের গাজায় নিরীহ মুসলমানদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা, গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে গতকাল শুক্রবার বিয়ানীবাজার পৌরশহরে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলার তিলপাড়াসহ বিভিন্ন ইউনিয়নের তরুণ, যুবক ও মুরব্বিরা অংশগ্রহণ করেন।
বালাগঞ্জ: একই দাবিতে বালাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুময়া উপজেলার বোয়ালজুড় বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদে মিলাদুন নবী (সা.) বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ক্বারী আখতারুল ইসলাম।
কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আব্দুস শহিদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বোয়ালজুড় শাহ মকসুদ শাহ মনির উদ্দিন রহ. হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী, শিক্ষক মাওলানা আব্দুল লতিফ জামালী, মাওলানা মাহবুবুর রহমান তপাদার, বোয়ালজুড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা জুবায়ের আহমদ, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা. আব্দুল জলিল, কবি জালাল আহমদ খালিছাদার, লেচু মিয়া মেম্বার, আল ইসলাহ নেতা ইকবাল আহমদ, হাফিজ আবুল কালাম, মুজিবুর রহমান, সায়েম ইবনে খায়ের, জহিরুল ইসলাম, মাসুম বিল্লাহ, মারুফ আহমদ, ফরহাদ জায়গীরদার, ছালমান আহমদ, সুমন আহমদ খালিছাদার, জাহেদ আহমদ, জুয়েল আহমদ, জাকের মিয়া, জাহেদ আহমদ, কবির আহমদ, তানভীর আহমদ, জাবের আহমদ প্রমুখ।
সভায় বক্তারা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সরকারের বর্বরোচিত হামলা, আগ্রাসন ও গণহত্যার তিব্র নিন্দা জানান। বক্তারা মুসলমানদের প্রথম ক্বিবলা পবিত্র আল আকসা উদ্ধার এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে অবিলম্বে নিরিহ জনগণের জান-মাল রক্ষায় বিশ্ব মুসলিমকে একজোট হবার আহবান জানান।