বিএনপির সাবেক নেতার নেতৃত্বে নতুন দল, ১০০ আসনে প্রার্থী রেডি
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৩, ১০:৪২ পূর্বাহ্ণপ্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম নামে নতুন একটি রাজনৈতিক দল আসছে। আসন্ন নির্বাচনে লড়াই করার জন্য তাদের ১০০ প্রার্থী রেডি।
রবিবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
চাকসুর সাবেক ভিপি মো. নাজিমউদ্দিন আহ্বায়ক এবং চাকসুর সাবেক জিএস আজিমউদ্দিন আহমেদ এ দলের সদস্যসচিব।
অচিরেই ঢাকায় সম্মেলনের মাধ্যমে ১০১ সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক নেতা ভিপি নাজিম বলেন, ‘নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই দেশি-বিদেশি নানা গ্রুপ-গোষ্ঠী তৎপর হচ্ছে। নানা এজেন্ডা নিয়ে প্রত্যেকেই যেন ঘোলা পানিতে মাছশিকারে তৎপর। স্যাংশনের ভয় দেখিয়ে কিংবা ব্যবসা-বাণিজ্য স্থবির করে দিয়ে পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ইইউ, ভারত, চীনসহ বিভিন্ন রাষ্ট্র চাপ তৈরি করছে। স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের দেশ কীভাবে পরিচালিত হবে, সেটা আমাদের জনগণই ঠিক করতে পারে, বিদেশিরা নয়। এসব রাষ্ট্রের এ ধরনের কর্মকাণ্ডের পেছনে রয়েছে তাদের স্বার্থ ও ভৌগোলিক আধিপত্য বিস্তারের নীলনকশা।’
তিনি আরও বলেন, ‘জাতীয় সংসদের ৮০ ভাগ সদস্য ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত সামরিক-বেসামরিক আমলা দ্বারা পরিবেষ্টিত। কার্যত প্রকৃত রাজনীতি নির্বাসনে গেছে। এখন গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে। দেশে যেমন সুশাসন দরকার, তেমনি গণতান্ত্রিক ধারাবাহিকতাও দরকার। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের সহযোদ্ধারা একত্রিত হয়ে একটি ভিন্নধারার রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।