তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভা অনুষ্ঠিত
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৩, ৭:২৪ অপরাহ্ণতিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭ টায় লন্ডনের গ্রান্ড রসুই রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সভায় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে হাউজিং প্রজেক্ট অনুমোদন এবং শিক্ষাবৃত্তি ২০২৪ প্রদানের সিদ্ধান্ত হয়। এছাড়া কমিটির দুই বছরপূর্তিতে করণীয় নির্ধারণ করা হয়।
ট্রাস্টের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবের আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মামুনুর রশিদ, আলহাজ সাদ উদ্দিন হেলাল, সহ সভাপতি এমদাদুল হক নেওয়াজ, শাজাহান আহমদ মন্নান, কাউন্সিলর কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ।
এদিকে, তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র ট্রাস্টি গাংকুল গ্রামের কৃতিসন্তান আব্দুল আহাদের মায়ের মৃত্যুতে সংগঠনের সদস্যরা শোক প্রকাশ করেন।