সিলেট-৬ আসনে নৌকা নিয়ে লড়তে চাই : বিয়ানীবাজার প্রেসক্লাবে এলিম চৌধুরী
স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ণবিয়ানীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে মতবিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম বলেন, আমার জীবনের লক্ষ্য মানুষের কল্যাণে কাজ করা। উপজেলা চেয়ারম্যান হিসেবে সীমিত পরিসরে কাজ করছি। এখন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিলে আমি বিজয়ী হবো। তখন জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সেবা দিতে পারবো।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে এ দেশে আশাজাগানিয়া উন্নয়ন হয়েছে। কিন্তু বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে এর প্রতিফলন হয়নি। রাস্তাঘাটের দূরাবস্থায় মানুষ ত্যক্ত-বিরক্ত। এ আসনের সর্বাধিক মানুষ রেমিট্যান্সযোদ্ধা হলেও ন্যায্য উন্নয়ন থেকে আমরা বঞ্চিত। এ কারণে তারা স্থানীয় আওয়ামী লীগের লিডারশিপের উপর আর আস্থা রাখতে পারছে না। চারিদিকে স্লোগান উঠেছে নতুন মুখের। আমি সে জায়গায় চ্যালেঞ্জ নিতে চাই। দেশ-বিদেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে মেধাবী করতে চাই।
মঞ্জুর চৌধুরী এলিম তাঁর পারিবারিক ঐতিহ্য তুলে ধরে বলেন, আমার বড়ভাই ফারুক চৌধুরী ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর। আরেক ভাই ইকবাল আহমদ চৌধুরী ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের দু’বারের নির্বাচিত চেয়ারম্যান। এমনকি তিনি গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু ২৭ বছর সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৌকা প্রতীক নিয়ে আমি উপজেলা চেয়ারম্যান হয়েছি। এবার আশাবাদি, বঙ্গবন্ধুকন্যা আমাকে নৌকার মনোনয়ন দিবেন।
এলিম চৌধুরী আরো বলেন, আমি জনপ্রতিনিধি হওয়াকে আরাম-আয়েশ নয়; পিছিয়েপড়া মানুষের কল্যাণের আন্দোলন হিসেবে নিয়েছি।
তিনি বলেন, আমি দীর্ঘদিন উন্নত দেশে থাকার সুবাদে সর্বদা মানুষের পাশে ছিলাম, এখনো আছি। তবে, আগের তুলনায় শিক্ষা ও লিডারশিপে আমরা অনেক পিছিয়ে রয়েছি। এ থেকে উত্তরণ হতে হলে নতুন নেতৃত্বের বিকল্প নেই। তিনি নবযাত্রায় সাংবাদিকসহ সুধিসমাজের পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াদুদ, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপন ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রুকন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম চৌধুরী রিপন ও খায়রুল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, কার্যনির্বাহী সদস্য মহসিন মজনু ও এমএ হান্নান, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, উপজেলা আওয়ামী লীগ নেতা কামাল আহমদ, সাইফুজ্জামান চৌধুরী শিমু, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম নিপু, গোলাপগঞ্জ যুবলীগ নেতা মনজুর রহমান প্রমুখ।