সন্তান স্কুলে না গেলে অভিভাবকদের হতে পারে কারাবাস!

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৩, ৮:৪৯ অপরাহ্ণসৌদি আরবে শিক্ষার্থীরা বৈধ কারণ ছাড়া টানা ২০ দিন বা তার বেশি সময় ধরে স্কুলে না গেলে তাদের অভিভাবকদের কারাবাস পর্যন্ত হতে পারে ।
এনডিটিভি জানিয়েছে, আসন্ন শিক্ষাবর্ষ থেকে শিক্ষার মান বাড়াতে দেশটির শিশু সুরক্ষা আইন অনুযায়ী এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এখন থেকে কোনও শিক্ষার্থী বৈধ কারণ ছাড়া যদি এ সময় ধরে স্কুলে অনুপস্থিত থাকে তবে তাদের অভিভাবকদের শিশু সুরক্ষা আইনের অধীনে পাবলিক প্রসিকিউশন দিয়ে তদন্তের আওতায় আনা হতে পারে। তদন্ত শেষে মামলাটি আদালতে পাঠানো হবে। যদি অভিভাবক শিক্ষার্থীর অনুপস্থিতির বিষয়ে দায়িত্বহীন ছিলেন বলে প্রমাণিত হয় তাহলে বিচারক তাদের উপযুক্ত সময়ের জন্য কারবাসে পাঠাতে পারবেন।
এই আইনি প্রক্রিয়াটির বেশ কয়েকটি ধাপ রয়েছে। প্রথমে স্কুলের অধ্যক্ষকে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের কাছে একটি মামলা করতে হবে এবং শিক্ষা বিভাগ বিষয়টি নিয়ে তদন্ত করবে। পরবর্তীতে দেশের শিক্ষা মন্ত্রণালয় মামলার কার্যক্রম গ্রহণ করবে। তারপর স্কুলে অনুপস্থিতির কারণ জানতে শিক্ষার্থীর সাক্ষ্য নেওয়া হবে।
সাক্ষ্য গ্রহণের পর প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে মামলাটি আদালতে তোলার আগে অভিভাবককে তদন্তের আওতায় আনা হবে।