সাঈদীকে নিয়ে পোস্ট, সুনামগঞ্জে পদ হারালেন স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৩, ৮:৩৯ অপরাহ্ণযুদ্ধাপরাধ মামলায় দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর তার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সুনামগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সংগঠনের শৃঙ্খলা ও নীতি-আদর্শবিরোধী অবস্থানে জড়িত থাকার কারণে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
শনিবার (২৬ আগস্ট) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি প্রেস রিলিজ পোস্ট করে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু।
অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন সুনামগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বাবলু মিয়া, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি তালুকদার টুনু, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. সিদ্দিক, একই উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সহসভাপতি মামুন চৌধুরী এবং ছাতকের সিংচাপইড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আইনাল হোসেন ইমন।
সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু বলেন, ‘সম্প্রতি দলের শৃঙ্খলা ও নীতি-আদর্শবিরোধী কার্যক্রমের জন্য তাদেরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শ ও দর্শনের বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগের অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাজনৈতিক চর্চাকে লালন করা প্রতিটি নেতাকর্মীর জন্য কর্তব্য। যারা এর ব্যত্যয় করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।