সন্ত্রাসীর কোন দল নেই, তাদের পরিচয় সন্ত্রাসী : সৈয়দা জেবুন্নেছা হক

সিলেট
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৩, ৬:৪৬ অপরাহ্ণআওয়ামীলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, সন্ত্রাসীরা কোন দলের নয়, তাদের পরিচয় সন্ত্রাসী। তিনি বলেন, যে কোন সন্ত্রাসের বিরুদ্ধে এলাকার সমাজ সচেতন ও রাজনীতিবীদদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এলাকার শান্তি শৃংখলা আনয়ন সম্ভব। এপিপি এডভোকেট প্রবাল চৌধুরী পূজনের উপর হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সুষ্ঠ তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আহবান জানান।
শনিবার সকালে তিনি সন্ত্রাসী হামলায় আহত সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সহ সম্পাদক এবং সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের এপিপি এডভোকেট প্রবাল চৌধুরী পূজনকে দেখতে তার দাড়িয়াপাড়াস্থ বাসভবনে যান। এসময় তার খোজখবর নেন এবং তার দ্রæত সুস্থতা কামনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি উত্তম চৌধুরী, সাধারন সম্পাদক তাজ আহমদ লিটন, সহ সাধারন সম্পাদক আলমগীর আহমদ প্রমূখ।
উল্লেখ্য, গত ১০ আগষ্ট বৃহস্পতিবার বিকালে সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সহ- সম্পাদক এবং সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের এপিপি এডভোকেট প্রবাল চৌধুরী পূজনের দাড়িয়া পাড়াস্থ বাসভবনের পাশে একদল সন্ত্রাসী তার উপর হামলা করে গুলি চালায় একটি গুলি তার পায়ে লাগে এতে তিনি আহত হন।