সাবেক ছাত্রনেতা আব্দুল বারী’র বাইপাস সার্জারি কাল
স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৩, ৮:২৭ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য, জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি ও বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. আব্দুল বারী’র শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি এখন মোটামুটি আশঙ্কামুক্ত। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁর উন্নত চিকিৎসা চলছে।
আগামীকাল শনিবার সকাল সাড়ে ৮ টায় তাঁর শরীরে বাইপাস সার্জারি করা হবে। শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যায় হাসপাতাল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন অসুস্থ বারী’র সহোদর নাজমুল ইসলাম পুতুল। তিনি বারী’র আশু সুস্থতার জন্য দেশ-বিদেশে বসবাসরত শুভাকাঙ্ক্ষিদের সকলের দোয়া কামনা করেছেন।
জানা যায়, সিলেট নগরীর একটি ক্লিনিকে গত ৩০ জুলাই রোববার আব্দুল বারী’র পিত্তথলির পাথর অপারেশন করা হয়। এরপর বৃহস্পতিবার রাতে তিনি বাসায় ফেরার দু’ঘন্টার মধ্যে শারীরিক অবস্থার অবনতি দেখা দেওয়ায় ফের ঐ ক্লিনিকে তাঁকে ভর্তি করা হয়। পরদিন শনিবার তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রেরণ করা হয়।
এয়ার অ্যাম্বুল্যান্সে রাজধানীতে পাঠানোর মুহূর্তে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান, সিলেট জজ কোর্টের পিপি এডভোকেট মো. নিজাম উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিজিত চৌধুরী, সিলেট জেলা বিএনপি’র সহ সভাপতি নাজমুল হোসেন পুতুল, জেলা বাসদের সমন্বয়কারি কমরেড জাফর আহমদ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, সহ দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন, সিলেট রাজা জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মুমিত, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, ২২নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ফজলে রাব্বি চৌধুরী মাসুম, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন খান, জেলা যুবলীগ নেতা আহমদ হোসেন খান প্রমুখ।