নতুন রাষ্ট্রপতির শপথ ২৪ এপ্রিল
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৩, ৯:৫১ অপরাহ্ণবার্তা ডেস্ক: নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের দিন, ক্ষণ সম্পর্কে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অবহিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব। আগামী ২৪ এপ্রিল সকাল ১১টায় শপথ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ১১ এপ্রিল স্পিকারের সাথে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্পিকারকে শপথের বিষয়ে অবহিত করেন।
জানা গেছে, ২৪ এপ্রিল সকাল ১১ টায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শপথবাক্য পাঠ করাবেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। তিনি ছাড়া এই পদে আর কোনো প্রার্থী না থাকায় তাকে ওই দিন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।