দাসউরায় ওয়ার্ড আ’লীগ সভাপতি শামছুল ইসলামের দাফন সম্পন্ন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৩, ৯:০৩ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: তিলপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামছুল ইসলাম (সমছু) এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১ টায় দাসউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এতে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার বিপুলসংখ্যক লোক শরিক হন। পরে তাঁর লাশ পঞ্চায়েত গোরস্থানে দাফন করা হয়।
এদিকে, আওয়ামী লীগ নেতা শামছুল ইসলামের জানাজার নামাজের পূর্বে স্মৃতিচারণ করেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজি মো. ইসলাম উদ্দিন, বিজ্ঞান ও প্রযুিক্ত বিষয়ক সম্পাদক মো. এমাদ উদ্দিন, এডভোকেট মো. আমান উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জয়নাল উদ্দিন, প্রভাষক মো. জহির উদ্দিন।
আওয়ামী লীগ নেতা শামছুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান ও সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক জুবের আহমদ, তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন ও সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, গত রোববার বিকেল সাড়ে ৫ টায় দক্ষিণ দাসউরা গ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শামছুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, ভাই-বোন, এক পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।