তিলপাড়া ইউনিয়ন ট্রাস্ট ইউকে’র মেধাবৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৩, ৪:৫৯ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র দ্বিতীয় মেধাবৃত্তি এবং এসএসসি, এইচএসসি, দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১ টায় দাসউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রায় একশ’ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে নগদ ১ হাজার টাকা ও সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠনের প্রধান অতিথি সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।
তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী দানবীর আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারি প্রক্টর এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, দাসউরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিছবাহ উদ্দিন, ট্রাস্টের অন্যতম ট্রাস্টি নজরুল ইসলাম মওলা, লন্ডন টাওয়ার হ্যামলেটসের লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ এর চেয়ার এবং ট্রাস্টের অন্যতম ট্রাস্টি আশিক রহমান সাজু, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজি মো. ইসলাম উদ্দিন, দাসউরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মো. আব্দুল হান্নান, দাসউরা কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক আব্দুস শুকুর, বিশিষ্ট সমাজসেবক আশরাফ উদ্দিন আবুল।
সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ও ব্যাংক এশিয়া দাসউরা বাজার আউটলেট এর কর্ণধার বিশিষ্ট সাংবাদিক ছাদেক আহমদ আজাদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বি হাফিজ হারুনুর রশীদ, মাটিজুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিলাল উদ্দিন, উদীয়মান সমাজকর্মী আলতাফ হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আতিকুর রহমান তওয়াব, জেলা যুবলীগ নেতা আহমদ হোসেন খান, তিলপাড়া ইউপি সদস্য আনা মিয়া, আতাউর রহমান ও এনাম উদ্দিন, দক্ষিণ দাসউরা সূর্য তরুণ সমাজকল্যাণ সংস্থার সভাপতি ইউপি সদস্য হোসেন আহমদ, তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছফর উদ্দিন, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইদুর রহমান খোকন, ৪নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ময়না মিয়া, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সন্ধিপদ ভট্টাচার্য, ৬নং ওয়ার্ডের সভাপতি রাসেল আহমদ দেলোয়ার ও সাধারণ সম্পাদক আলী হোসেন নয়ন, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন মজনু, ৮নং ওয়ার্ডের সভাপতি নজরুল ইসলাম বলাই ও সাধারণ সম্পাদক আলিম উদ্দিন, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, দুবাই প্রবাসী বাহার উদ্দিন, তরুণ সমাজকর্মী তানভীর আহমদ, ছাত্রনেতা রাহাত আলম, জুনেদ আহমদ, সুমন আহমদ প্রমুখ।
গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, জনতা টিভির এহসান খোকন ও সাহেদ আহমদ, বার্তা২৪ টিভির জয়নুল ইসলাম, টাইমস টিভির জুবায়ের আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দাসউরা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আরাফাতুল ইসলাম।