তিলপাড়া ইউনিয়ন এডুকেশন ট্রাস্টের সভাপতি আব্দুল আলিম সংবর্ধিত

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুল আলিমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে দাসউরা রজব গ্রামে নবপ্রতিষ্ঠিত শাহজালাল লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোকে তাঁকে এ সম্মান জানানো হয়।
এ সময় সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র সহ সভাপতি আব্দুল আলিম বলেন, আল্লাহ ও তাঁর রাসুলের আদেশ-নির্দেশ জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের জন্ম হয়েছে। পবিত্র কোরআন শরিফ যেখানে তেলাওয়াত ও শিক্ষা দেয়া হবে তার খেদমত করা আমাদের জরুরি কর্তব্য।
তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমার ব্রত। এজন্য ব্যক্তিগত ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে সে কাজ করে যাচ্ছি। তিনি মাদ্রাসার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজি মস্তাব আলীর সভাপতিত্বে ও জুম্মাওয়ালা বাড়ি যুব পরিষদের সভাপতি হাফিজ অলিউর রহমান রাজুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য ছাদেক আহমদ আজাদ, তুরুকভাগ হিফজুল কোরআন দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আমান উদ্দিন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমাজসেবী হারুনুর রশীদ, উদীয়মান সমাজকর্মী আবুল কালাম, আব্দুল মজিদ প্রমুখ।
সভার শেষ পর্যায়ে আব্দুল আলিম ও ছাদেক আহমদ আজাদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরে আব্দুল আলিমসহ প্রবাসীদের হালাল রুজির বরকত ও বালামুসিবত হতে রক্ষা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করেন দাসউরা রজব জামে মসজিদের ইমাম ও শাহজালাল লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ আহবাবুল ইসলাম।
এদিকে, সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. জিবান আহমদ।